আজ হল 22 শে ফেব্রুয়ারি 2022। অর্থাৎ ভেঙ্গে লিখলে হয় 22.02.2022। আরও সরলীকরণ করলে 22022022।
আজকের তারিখ টি একসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। অনেকে আজকের দিন দেখে বলছেন আজ Tuesday ( মঙ্গলবার)। শুধু তাই নয় আজ TWOsday-ও।
ভেবে দেখলে আজ সত্যিই 2-এর ই দিন। এমন দিনকে বিরল হিসেবেই দেখা হয়ে থাকে। সংখ্যাতত্ত্বের বিচারে এই দিনটিকে দেবদূত দিন হিসেবে বলা হয়ে থাকে।